...আমি স্বপ্ন দেখে যাই কিন্তু। ultimately কি হবে? এতগুলো বছর ধরে তো স্বপ্নই দেখে গেলাম...তুমি এলে কি? নাহ...অবশ্য কখনো আসবে বলে কথাও দাওনি...তাই তোমায় দোষও দেওয়া যায়না। infact তোমার আসার স্বপ্নও তুমি দেখতে বলনি। সেটাও আমারি দোষ। কিন্তু কি করব বল? কিছু একটা আশা নিয়েই তো মানুষ বাঁচে। আমার সেই বাঁচার আশাটা তুমি, তোমায় ঘিরে...তোমায় নিয়ে। কিন্তু যাকে নিয়ে এতকিছু সেই তুমি টা যে কে তা আমার আজও জানা হল না। আর কটা বছরই বা আছে আমার হাতে তোমার আশা করার জন্য? sorry...i dnt have much time left to wait for you. অবশ্য আমি জানি তুমি আর আসবেও না। আসবার হলে এতদিনে এসে যেতে।
নিজের উপরেই রাগ হয়। আবার ভয়ও হয়...এত বৃথা রাগ, এত কষ্ট নিয়ে বাঁচবটা কী করে? কিচ্ছু কি করা যেত না এই কাল্পনিক আমি আর তুমির জন্য? একটা কিছু হয়ে গেলেই ভাল হত। এভাবে চিরকাল তোমার আসার আশা তো করে যেতে হত না আমায়...
...তবু মন তারই কথা বলে...
তারই সাথে পথ চলে...
নিজের উপরেই রাগ হয়। আবার ভয়ও হয়...এত বৃথা রাগ, এত কষ্ট নিয়ে বাঁচবটা কী করে? কিচ্ছু কি করা যেত না এই কাল্পনিক আমি আর তুমির জন্য? একটা কিছু হয়ে গেলেই ভাল হত। এভাবে চিরকাল তোমার আসার আশা তো করে যেতে হত না আমায়...
...তবু মন তারই কথা বলে...
তারই সাথে পথ চলে...
No comments:
Post a Comment